ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বরগুনায় একদিনে সর্বোচ্চ ১০ জনের করোনা শনাক্ত

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বরগুনায় একদিনে সর্বোচ্চ ১০ জনের করোনা শনাক্ত

বরগুনায় শুক্রবার একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে।  

শনিবার (৩০ মে) দুপুরে করোনা প্রতিরোধ কমিটির প্রধান ও জেলা প্রশাসক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সোহরাব হোসেন জানান, নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে একজন ছাড়া সবাই ঢাকা ফেরত। এ নিয়ে জেলায় ৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জেলায় করোনা থেকে এখন পর্যন্ত ৩৬ জন সুস্থ হয়েছেন। ২৪ জন চিকিৎসাধীন আছেন। এবং দুজনের মৃত্যু হয়েছে।

এছাড়া, এ পর্যন্ত বরগুনা থেকে মোট ১৫৯৮ জন্য ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ১২৫০ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।

যার মধ্যে করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৬৪ জন। এদের মধ্যে বরগুনা সদরে ২৮ জন, বামনায় ১৩ জন, আমতলী ১২ জন, বেতাগীতে ৫ জন, পাথরঘাটায় ৫ জন এবং তালতলী উপজেলায় প্রথমবারের মত ১জন আক্রান্ত হয়েছেন।

জেলা প্রশাসক বিল্লাহ জানান, আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।


রুহান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়