ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনায় করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনায় করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু

খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত তানভীর আলম বাবু (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার (৩১ মে) সকাল ৭টার দিকে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত তানভীর আলম বাবু রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে। তানভীর রাজধানী ঢাকায় মোবাইল ফোনের ব্যবসা করতেন।

সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, তানভীর আলম বাবু করোনায় আক্রান্ত হয়ে ২৪ মে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আনিছুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মোতাবেক মৃতের সকল প্রকার কার্যক্রম শেষে বেলা ১১টার দিকে রূপসায় পারিবারিক কবরস্থানে বাবুর লাশ দাফন করা হয়।

এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে মুহ্যমান তার স্ত্রী বিপাশা আলম ও বাবা-মাসহ পরিবারে অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, তানভীর আলম বাবুকে নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চারজনের মৃত্যু হলো। এরমধ্যে তিনজনের বাড়ি রূপসা উপজেলায় ও আরেকজনের বাড়ি দিঘলিয়া উপজেলায়। এছাড়া খুলনা মহানগরীসহ জেলায় ৭৮জন করোনায় আক্রান্ত হয়েছেন।

 

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়