ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টঙ্গীতে করোনায় আক্রান্ত হয়ে সহকারী অধ্যাপকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টঙ্গীতে করোনায় আক্রান্ত হয়ে সহকারী অধ্যাপকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে করেনায় আক্রান্ত হয়ে স্থানীয় একটি স্কুল অ্যান্ড গার্লস কলেজের এক সহকারী অধ্যাপক (৫৮) মারা গেছেন।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত ব্যক্তি টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখায় ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

নিহত শিক্ষক করোনায় আক্রান্ত ছিলেন জানিয়েছেন টঙ্গীর গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক নূরুল ইসলাম নূরু।

তিনি জানান, শনিবার বিকেলে ৪টার ওই অধ্যাপককে গুরুতর অসুস্থ অবস্থায় করোনা পরীক্ষার জন্য এ গণস্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। পরীক্ষা শেষে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। এসময় ওই শিক্ষককে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়েছিল।

টঙ্গীর হাজী কসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন জানান, করোনায় আক্রান্ত হয়ে ওই সহকারী অধ্যাপক সন্ধ্যায় টঙ্গীবাজার সংলগ্ন ভরানের নিজ বাসায় মারা যান। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী তার ফাউন্ডেশনের সদস্যরা মরহুমের জানাজা শেষে রাত আড়াইটার দিকে স্থানীয় মরকুন কবরস্থানে লাশ দাফন করেন।

জানাজার নামাজ ও দাফনের সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

জিএমপি’র টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল মেনে শনিবার রাতে মরকুন গোরস্থানে ওই সহকারী অধ্যাপককে দাফন করা হয়েছে। ওই অধ্যাপকের বাড়িটি লকডাউন করা হয়েছে।


গাজীপুর/হাসমত/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়