ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বগুড়ায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত‌্যু

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় বজ্রপাতে ৪ কৃষকের মৃত‌্যু

বগুড়ায় বজ্রপাতে চার উপজেলায় চার জন কৃষকের মৃত‌্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বজ্রসহ বৃষ্টিপাতের সময় কাহালু, শাজাহানপুর, ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় এই চার জনের মৃত‌্যু হয়।

বজ্রপাতে মৃতরা হলেন- কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল গ্রামের কছির উদ্দিনের ছেলে মোখলেছার রহমান (৫৫), সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের বুলু মন্ডলের ছেলে লেবু মিয়া (৩৫), শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের হরিণগাড়ি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৪০) ও ধুনট উপজেলার গোপালনগ নগর গ্রামের দেরাজ আলীর ছেলে আব্দুস সালাম সরকার (৪৫)।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ জানান, বৃহস্পতিবার বিকেলে কাহালু উপজেলার এরুইল বাজারের পাশে কয়েকজন কৃষক ধান শুকাচ্ছিলেন। এ সময় বজ্রপাতে তিন জন আহত হন। তাদের শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মোকলেছার রহমানকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান সাহিন জানান, বৃহস্পতিবার দুপুরে হরিণগাড়ি গ্রাম সংলগ্ন মাঠে একদল কৃষক কাজ করছিলেন। বেলা তিনটার দিকে বজ্রপাতে নুরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। 

সারিয়াকান্দি থানার ওসি আল-আমিন জানান, উপজেলার কুড়িপাড়া চরের মাঠে অন্যদের সঙ্গে লেবু মিয়া নামে এক কৃষক কাজ করছিলেন। সাড়ে তিনটার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

অন্যদিকে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, ধুনট উপজেলায় বৃষ্টির সময় মাঠ থেকে গরুর ঘাস কেটে নিয়ে বাড়ি ফেরার পথে কৃষক আব্দুস সালাম সরকার প্রাণ হারান।


আলমগীর হোসেন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়