ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাবি শিক্ষক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১০, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাবি শিক্ষক করোনায় আক্রান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের এক শিক্ষক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের রসায়ন বিভগের এক সহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার একটি কোয়ার্টারে থাকেন। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হার্টের চিকিৎসার জন্য ওই শিক্ষক গত বুধবার (৩ জুন) রাজশাহী থেকে ঢাকায় যান। সেখানে চিকিৎসকের পরামর্শে নমুনা পরীক্ষা করান। এতে তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। পরদিন রাতে ওই শিক্ষক ব্যক্তিগত গাড়িতে রাজশাহীতে আসেন।

 

রাজশাহী/তানজিমুল হক/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়