ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নোয়াখালীতে ১৩ পুলিশসহ আরও ৮৪ জন করোনায় আক্রান্ত

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নোয়াখালীতে ১৩ পুলিশসহ আরও ৮৪ জন করোনায় আক্রান্ত

নোয়াখালীতে নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ ৮৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে  জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৬৪ জনে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন।

শনিবার (৬ জুন) বেলা ১১ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

আক্রান্তদের মধ্যে ৩৮ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮০২ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, নতুন করে ১৩ পুলিশ সদস্যসহ জেলায় মোট ৫১ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ইতিমধ্যে দুইটি পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে।



সুজন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়