ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১৩ গ্রামের ১০০ পরিবারে ৪০০ হাঁস উপহার

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৬, ১১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
১৩ গ্রামের ১০০ পরিবারে ৪০০ হাঁস উপহার

করোনা পরিস্থিতিতে গৃহবন্দি অস্বচ্ছল বেকারদের স্বাবলম্বী করতে হাঁস উপহার দিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।

তিনি উপজেলার হাওরাঞ্চলের ১৩টি গ্রামের ১০০ পরিবারে ৪০০ হাঁস উপহার দেন। তার নিজস্ব অর্থে এই হাঁসগুলো কিনেন তিনি।

উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম শুক্রবার (১০ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা করে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের হাওরাঞ্চলের ১৩টি গ্রামে গিয়ে ১০০ পরিবারে ৪টি করে ৪০০ হাঁস বিতরণ করেন ।

তিনি বলেন, ‘আমার নিজ তহবিল থেকে ১০০টি অস্বচ্ছল পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে উপহার হিসেবে ৪০০ হাঁস বিতরণ করেছি। কারণ, করোনা পরিস্থিতিতে অনেকেই বেকার হয়ে পড়েছে। বাড়ি বাড়ি কর্মসংস্থান সৃষ্টি করতে আমার এ উদ্যোগ। হাওর এলাকায় হাঁস পালন সহজ। কিছু দিনের মধ্যেই হাঁসগুলো ডিম দিবে। এগুলো (ডিম) বিক্রি করবে অথবা নিজেরা খেয়ে পুষ্টি পাবে।'

উল্লেখ্য, এর আগে ১ জুলাই জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামের ১০০ দরিদ্র পরিবারের মধ্যে ৫০০ হাঁস বিতরণ করেন।

 

মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়