ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বগুড়ায় করোনায় নবজাতকের মৃত্যু, আক্রান্ত আরো ৭০

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৬, ১৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় নবজাতকের মৃত্যু, আক্রান্ত আরো ৭০

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সাত দিন বয়সী এক নবজাতক।  এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৭৩ এ উন্নীত হলো।

এ ছাড়া নতুন করে আরো ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।  এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮৭৮ জনে। 

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র সিস্টেম ইউনিটের কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটি মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০ টায় মারা যায়।  শিশুটি গত ৮ জুলাই বগুড়া শহরের একটি বেসরকারি ক্লিনিকে জন্মগ্রহণ করেছিল।  এই নবজাতকের বাবার বাড়ি জেলার নন্দীগ্রাম উপজেলার ভুসকুর এলাকায়।

বগুড়া ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বুধবার (১৫ জুলাই) বগুড়ায় ২৫৭ জনের নমুনার ফলাফলে ৭০জন শনাক্ত হয়।  এদের মধ্যে পুরুষ ৪৬ জন, নারী ২১ জন, শিশু ৩ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- সদর উপজেলায় ৫০ জন, শাজাহানপুর উপজেলায় ৭ জন, শেরপুর উপজেলায় ৩ জন, গাবতলী উপজেলায় ৩ জন,  শিবগঞ্জ উপজেলায় ১ জন, আদমদীঘি উপজেলায় ১ জন, কাহালু উপজেলায় ১ জন, দুপচাঁচিয়া উপজেলায় ১ জন, সোনাতলা উপজেলায় ১ জন, সারিয়াকান্দি উপজেলায় ১ জন ও ধুনট উপজেলায় ১ জন।

 

আলমগীর/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়