ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চ্যাম্পিয়ন দল পাবে শুধু ট্রফি, নেই প্রাইজমানি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়ন দল পাবে শুধু ট্রফি, নেই প্রাইজমানি

খুলনা টাইগার্স নাকি রাজশাহী রয়্যালস, কে জিতবে বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা?

বিজয়ী যে-ই হোক, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে শুধুমাত্র ট্রফি। চ্যাম্পিয়ন দল পাবে না কোনো প্রাইজমানি। 

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে শুক্রবার সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দল শিরোপা যুদ্ধে নামবে।

ফাইনালের আগে আজ দুই দলের অধিনায়ক ট্রফি উন্মোচন করেন। মুশফিকুর রহিম ও আন্দ্রে রাসেল হাতে ওঠে বিপিএলের সোনালি ট্রফি।

চ্যাম্পিয়ন দলের ট্রফিটি এসেছে সুদূর ইংল্যান্ড থেকে। ট্রফিটি প্রস্তুত করেছে ইয়ংকারম্যান। এর আগেও বিপিএলের ট্রফি প্রস্তুত করেছে প্রতিষ্ঠানটি। ইংল্যান্ডের প্রসিদ্ধ কোম্পানিটি ইংলিশ লিগের শিরোপাও প্রস্তুত করেছে।

এবারের বিপিএলের ট্রফিটি বেশ আকর্ষণীয়। তবে প্রথম দেখায় মনে হতে পারে আইপিএলের ট্রফি! কাছে গেলে ভাঙবে সেই ভুল। ব্যাট-বলের ক্রিকেটে যারা জিতবে তাদের হাতেই যাবে ট্রফিটি। বিপিএলের আগের ছয় আসরেই ট্রফির পাশাপাশি প্রাইজমানি পেয়েছিল দলগুলো। এবার চ্যাম্পিয়ন দল পাবে শুধুমাত্র ট্রফি।

বিপিএলে নেই কোনো ফ্র্যাঞ্চাইজি। দলগুলো পরিচালনার জন্য নেওয়া হয়েছে স্পন্সর। সবগুলো দলের মালিক বিসিবি। তাই কোনো প্রাইজমানি দেওয়া হচ্ছে না বিশেষ এ বিপিএলে।

বিপিএলের সমন্বয়ক সাইফুল মানব রাইজিবিডিকে বলেছেন, ‘এবার কোনো প্রাইজমানি দেওয়া হবে না। সবগুলো দলই তো বোর্ডের। বোর্ড সবগুলো দল চালাচ্ছে। শুধুমাত্র দল পরিচালনার জন্য স্পন্সর নেওয়া হয়েছে। তাই প্রাইজমানি থাকছে না।’ 

ফাইনালে ম্যাচসেরার পুরস্কারের অর্থও বাড়ছে না। বিপিএলের প্রতি ম্যাচে ৫০০ ডলার করে পেয়ে আসছেন ‘ম্যান অব দ্য ম্যাচ’। ফাইনালেও একই পরিমাণ অর্থপুরস্কার পাবেন ম্যাচসেরা খেলোয়াড়। টুর্নামেন্টসেরার পুরস্কারে থাকছে ১ হাজার ডলার ও টিভিএস কোম্পানির মোটরবাইক।

প্রসঙ্গত, গত বিপিএলের চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেয়েছিল ২ কোটি টাকা। রানার্সআপ ঢাকা ডায়নামাইটস পেয়েছিল ৮৫ লাখ টাকা।

 

ঢাকা/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়