ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবার কে হবেন- সাকিবের উত্তরসূরী?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৫, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার কে হবেন- সাকিবের উত্তরসূরী?

দেখতে দেখতে বিদায় ঘন্টা বাজতে চললো বঙ্গবন্ধু বিপিএলের। ৩৭ দিনের এ মহাযজ্ঞ আজ ৪৬তম ম্যাচ ফাইনাল দিয়ে পর্দা নামবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ বিশেষ বিপিএলে সবচেয়ে বড় প্রাপ্তি দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স।

এ পর্যন্ত ছয় বিপিএলের মধ্যে সর্বোচ্চ তিনবার টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। প্রতিযোগিতাটির প্রথম দুই আসরের মতো শেষবারও বিপিএল সেরার মুকুট জিতেছেন বাংলাদেশের পোস্টার বয়। মূলত, ব্যাট-বল হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য সাকিবকে চ্যালেঞ্জ জানাতে পারতো খুব কম ক্রিকেটার। তবে এবার বিপিএল সেরার পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে আছে অনেক ক্রিকেটার। তবে কে হতে যাচ্ছে সাকিবের উত্তরসূরী?

ম্যাচ সেরা বা টুর্নামেন্ট সেরা কারা হবেন সে দায়িত্ব সম্প্রচার কর্তৃপক্ষের। আর তারা এ দায়িত্ব সাধারণত দিয়ে থাকে ধারাভাষ্যকরদের। বাংলাদেশি ধারাভাষ্যকর আতহার আলী খান জানিয়েছেন, এবারের টুর্নামেন্ট সেরার নাম জানতে অপেক্ষা করতে হবে ফাইনাল পর্যন্ত।

বিপিএলের ইতিহাসে টুর্নামেন্ট সেরার মুকুট ছয়বারের ৫ বার পেয়েছেন অল রাউন্ডাররা। এক সাকিবই তিনবার। এছাড়া একবার হয়েছেন আসহার জাইদি, আরেকবার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে শুধু ব্যাটিং দিয়ে একজনই টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। ২০১৭ সালে ক্রিস গেইল ৪৮৫ রান করায় এ খেতাব জেতেন। এবারের আসরেও এখন পর্যন্ত ব্যাটসম্যানদের আধিপত্য বেশি। বোলাররাও ভালো করলেও সাকিবের মতো অল রাউন্ডার দেখা গেলো কই?

এবারের আসরে সম্ভাব্য সেরা হিসেবে ধারণা করা হচ্ছে মুশফিকুর রহিম, লিটন দাস, রাইলি রুশো, সৌম্য সরকারদের। তাদের পারফরম্যান্স ব্যখ্যার চেষ্টা করা হলো।

রবার্ট ব্রুস সপ্তমবারের চেষ্টায় স্কটল্যান্ড জয় করেছেন। আর মুশফিকুর রহিম উঠেছেন বিপিএলের ফাইনালে। নিজের দল খুলনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ব্যাটসম্যান। ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সাবেক এ জাতীয় দলের অধিনায়কের। ১৩ ম্যাচে ৪৭০ রান করেছেন তিনি। স্ট্রাইকরেটও টি-টোয়েন্টি সুলভ ১৪৭.৩৩। আর গড় ৭৮.৩৩! দুইবার সেঞ্চুরি স্পর্শ করতে করতেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন। একবার করেন ৯৬ ও অন্যবার অপরাজিত ৯৮। হয়েছেন দুই বার ম্যাচ সেরা।

দ্বিতীয় রান সংগ্রাহক মুশফিকের সতীর্থ রাইলি রুশো। ১৩ ম্যাচে ৪ ফিফটিতে তার রান ৪৫৮ রান। গতবারের বিপিএল ফর্ম এবারো টেনে এনেছেন ইমরুল কায়েস। ইনজুরির জন্য এক ম্যাচে মাঠে নামেননি। তবে এ বাঁহাতির ব্যাটে ১২ ম্যাচে আছে ৪৪২ রান। করেছেন ৪ ফিফটি। এর প্রতিটি ম্যাচজয়ী। পেয়েছেন তিন ম্যাচে সেরার পুরস্কার। এবারের বিপিএলের সবচেয়ে বড় প্রাপ্তি লিটন কুমার দাস। বাংলাদেশের অন্যতম প্রতিভাবান এ ওপেনারের ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে জাতীয় দলকে। তবে চলতি বিপিএলে ধারাবহিকভাবে ভালো খেলছেন। করেছেন ৩ ফিফটিতে ৪৩০ রান। এছাড়া পাকিস্তানের শোয়েব মালিক করেছেন ৪৪৬ রান।

অল রাউন্ডারের হিসেবে আসলে সবার চেয়ে এগিয়ে কুমিল্লার সৌম্য সরকার। এ বাঁহাতি ব্যাটসম্যান ১২ ম্যাচে দুই ফিফটিতে করেছেন ৩৩১ রান। তবে বেশি নজর কেড়েছে তাঁর মিডিয়াম পেস বোলিং। নিয়েছেন ১২ উইকেট। এদিকে ঢাকা চমকে দিয়েছে মেহেদী হাসানকে টপ অর্ডারে খেলিয়ে। আস্থার প্রতিদান দিয়ে ৩ ফিফটিতে করেছেন ২৫৩ রান, অফ স্পিন বোলিংয়ে নিয়েছেন ১২ উইকেট। আর বিদেশিদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন রংপুরের লুইস গ্রেগরি। এ ইংলিশ অলরাউন্ডার ব্যাট হাতে ২৬২ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ১৫টি। রাজশাহীর অধিনায়ক আন্দ্রে রাসেল জাদুতে ফাইনালের টিকেট পেয়েছে পদ্মা পাড়ের দলটি। এ অল রাউন্ডার ব্যাট হাতে ১৯৮ রানের পাশাপাশি নিয়েছে ১২ উইকেট।

বিপিএলের এবারের আসরে বাংলাদেশি বোলারদের রাজত্ব চলছে। তবে টুর্নামেন্ট সেরার দৌড়ে তারা কিছুটা পিছিয়ে থাকেন। এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় প্রথম ছয়জন পেসার। এর মধ্যে সেরা দুই সহ মোট চারজন বাংলাদেশি। মোস্তাফিজুর রহমান (২০), রুবেল হোসেন (২০), রবি ফ্রাইলিঙ্ক (১৯), মেহেদী হাসান রানা (১৮), মোহাম্মদ আমির (১৮) ও শহিদুল ইসলাম (১৮)। এদের মধ্য থেকে একজনকে বেছে নেয়া কঠিন হয়ে পড়বে বিচারকদের জন্য।

এর আগের কোনো আসরে খুলনা বা রাজশাহীর দল শিরোপা জিততে পারেনি। এবার সম্পূর্ণ নতুন দলের হাতে উঠবে লন্ডন থেকে উড়ে আসা ২০ লাখ টাকার শিরোপাটি। ঠিক একই ভাবে সম্পূর্ণ নতুন এক উত্তরসূরী দেখবে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়