ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছে ডিপ্লোমাধারীরা

সাইফুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছে ডিপ্লোমাধারীরা

রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে  স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো আবেদনের সুযোগ পাচ্ছে ডিপ্লোমাধারীরা।

রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে তাদের প্রাপ্ত ফলাফল জিপিএ ৫ স্কেলে নির্ধারিত হবে।

ডিপ্লোমাধারী শিক্ষার্থীদেরকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১২ অক্টোবর রাত ১২ টার মধ্যে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। তবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

এ বিষয়ে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় প্রেরিত এক চিঠির প্রেক্ষিতে রোববার সকালে এ বিষয়ক ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।’

প্রসঙ্গত, এবছর এ, বি ও সি তিনটি ইউনিটে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আগামী ২০-২২ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে () ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।


রাইজিংবিডি/রাবি/৯ সেপ্টেম্বও ২০১৯/সাইফুর রহমান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়