ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাংবাদিকদের পদচারণায় মুখরিত ঢাকা কলেজ

ঢাকা কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ১৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিকদের পদচারণায় মুখরিত ঢাকা কলেজ

‘তথ্যনির্ভর সাংবাদিকতা তারুণ্যের পথ চলা’ এই স্লোগান নিয়ে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি  দুই দিনব্যাপি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অংশগ্রহণ করে ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের  তিন শতাধিক শিক্ষার্থী। গত ১৪-১৫ সেপ্টেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয় কলেজের শহীদ খুররম অডিটোরিয়ামে।

কর্মশালার প্রথম দিন সাংবাদিকতার মৌলিক ধারণা সম্পর্কে ক্লাস নেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তপন মাহমুদ। তিনি সংবাদ কী, সংবাদ লেখার উপায় ইত্যাদি বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মহসিন উল হাকিম তার সুন্দরবনের জলদস্যু নিয়ে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রশ্নোত্তর পর্বে তিনি কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কর্মশালার দ্বিতীয় দিন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিবেদক মোস্তফা মল্লিক শিক্ষা ও উন্নয়ন সাংবাদিকতা সম্পর্কে আলোচনায় বলেন, ‘শিক্ষাক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনেক।’

চ্যানেল টুয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক মাকসুদ-নবী সাংবাদিকতার নীতি নৈতিকতা, টেলিভিশন সাংবাদিকতা সম্পর্কে আলোচনায় বলেন, ‘বর্তমানে বাংলাদেশে যে বিষয়টি বেশি লক্ষ করা যায় তাহলো নীতি-নৈতিকতা। এক্ষেত্রে সাংবাদিকদের বিশেষ নজর দেয়া উচিত।’

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, ‘গণমাধ্যম আজ গণমানুষের যায়গায় নেই, ব্যক্তি প্রচারের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। দিন দিন গণমাধ্যমের সংখ্যা বাড়ছে কিন্তু সৎ সাংবাদিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এমন হতাশা থাকলেও খুব শীঘ্রই তরুণরা গণমাধ্যমে পরিবর্তন আনবে। কারণ তরুণরা এখন পরিবর্তনের চ্যালেঞ্জ নিয়ে এ পেশায় আসছেন।’

তিনি আরো বলেন, ‘এই সময় অনেক মানুষ সন্ত্রাসী হওয়ার খবর শুনি, কিন্তু আজ যারা তোমরা ঢাকা কলেজের এই প্রশিক্ষণে এসে মানুষ হিসেবে তৈরী হচ্ছো ,প্রশিক্ষণ নিচ্ছো, এটি খুবই গর্বের বিষয়। বর্তমানে প্রিন্ট, ইলেকট্রনিকসহ বহু গণমাধ্যম রয়েছে। সবাই যোগ্য লোক খুঁজছে। আমার দৃঢ়বিশ্বাস তোমরাই আগামীর গণমাধ্যমে গুরুত্বপূর্ণ যায়গাগুলো দখল করবে। তোমাদের হাত ধরেই উন্নত গণমাধ্যম ও সাংবাদিকতায় ঐক্যর জয়সূর তৈরী হবে।’

ঢাকা কলেজের অতীতের স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, ‘একসময় এই ক্যাম্পাসে (ঢাকা কলজ) শিল্পী আজম খানের গান শুনতাম। তখন আমার স্বপ্ন জাগতো আমিও একদিন ঢাকা কলেজের কোনো অনুষ্ঠানে এসে দাঁড়াবো। আজ ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আমার সেই স্বপ্নটা পূরণ করেছে। এজন্য আমি খুবই আবেগে আপ্লুত।’

‘তুমি কি সেই আগের মতোই আছো’ এমন একটি গানের লাইনও পাঠ করেন তিনি।

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাইফুল আলম বলেন, ‘আমি ক্যাম্পাসকে ভালোবাসি, আজকে যারা প্রশিক্ষণে এসেছে সবাইকে ভালোবাসি।’

গণমাধ্যমে তাদেরকে সহযোগিতার জন্য সব সময় পাশে থাকবেন বলেও আশ্বাস দেন সাইফুল আলম।

কর্মশালা সম্পর্কে জানতে চাইলে ঢাকা কলেজের শিক্ষার্থী সালাউদ্দিন সৈকত বলেন, ‘ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে অনেক ধন্যবাদ, তারা আমাদেরকে এত সুন্দর একটি কর্মশালা উপহার দেওয়ার জন্য। এই কর্মশালা থেকে আমি সাংবাদিকতা সম্পর্কে অনেক ধারণা পেয়েছি এবং আমি সাংবাদিকতা পেশায় কাজ করতে এই কর্মশালাটি আমার অনেক কাজে আসবে।’

ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, ‘ঢাকা কলেজ সাংবাদিক সমিতির প্রতি অনেক কৃতজ্ঞতা, তারা আমাদেরকে এই কর্মশালাটিতে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। কর্মশালায় এসে দেশের বিভিন্ন জনপ্রিয় সাংবাদিকদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগছে এবং সাংবাদিকতা পেশায় যাওয়ার জন্য উৎসাহ দিয়েছে।’

সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সাগরের সঞ্চালনায় দুইদিনের কর্মশালায় আরো বক্তব্য দেন ঢাকা কলেজ অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ, জেষ্ঠ্য সাংবাদিক মোজাম্মেল হক, মহিউদ্দিন সরকার প্রমুখ৷

দুই দিনের কর্মশালায় সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্যরা উপস্থিত ছিলেন।

সমিতির সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘গতবার আমরা কর্মশালা কিছুটা ছোট আকারে করেছি। তবে শিক্ষার্থীদের সাংবাদিকতায় আগ্রহের কথা বিবেচনা করে এবার আরো বড় পরিসরে করার চেষ্টা করেছি। আশা রাখছি এখান থেকে অনেক বড় সাংবাদিক উঠে এসে তারা দেশের কল্যাণে কাজ করবে। ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আগামীতেও এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত রাখবে।’


রাইজিংবিডি/ঢাকা কলেজ/১৬ সেপ্টেম্বর ২০১৯/রায়হান হোসেন/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়