ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শেকৃবিতে র‌্যাগ ডে উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা

শেকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৫, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেকৃবিতে র‌্যাগ ডে উপলক্ষে বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা

সদ্য স্নাতক সম্পন্ন করে দুই দিনব্যাপী র‌্যাগ ডে উদযাপনে মেতে উঠেছে তেপান্তর-৩ নামে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন  অনুষদের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ‌্যায় এক মনোজ্ঞ ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও ফানুস উড্ডয়নের মধ্য দিয়ে তাদের র‌্যাগ ডের  অনুষ্ঠান শুরু হয়।

কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দর আলী, কোষাধ‌্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল হক, ডিন অধ্যাপক ড.  জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উক্ত অনুষদের শিক্ষর্থীরাও উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।

 

রাইজিংবিডি/শেকৃবি/১৭ সেপ্টেম্বর ২০১৯/সাকিবুল ইসলাম/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়