ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাইজিংবিডির সেরা ক‌্যাম্পাস লেখক লোপা ও সাইফুর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ১৭ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাইজিংবিডির সেরা ক‌্যাম্পাস লেখক লোপা ও সাইফুর

দেশের শীর্ষস্থানীয় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ক‌্যাম্পাস পাতার সেরা লেখক পুরস্কার পেয়েছেন লোপামুদ্রা রায় এবং সাইফুর রহমান।

লোপামুদ্রা রায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ‌্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাইফুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। সেপ্টেম্বরে ‘স্মৃতির ফ্রেমে সবুজ খামে’ শীর্ষক লেখাটির জন্য সেরা ক‌্যাম্পাস পুরস্কার পেয়েছেন লোপামুদ্রা রায় এবং ‘আমার কোনো গবেষণাকে আমি ব্যর্থ হতে দেইনি’-শীর্ষক লেখাটির জন্য সেরা ক‌্যাম্পাস পুরস্কার পেয়েছেন সাইফুর রহমান। 

এ সময় সেপ্টেম্বর (২০১৯) মাসের সেরা প্রতিবেদক, জেলা প্রতিনিধি ও সেরা ফিচার লেখকদেরও পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী জাহারা মিতু। রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম, মনিটরিং উপদেষ্টা ফিরোজ আলম, সম্পাদক নওশের আলী, ফিচার সম্পাদক তাপস রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাইজিংবিডির প্রশাসনিক কর্মকর্তা মিলটন আহমেদ।

শাবান মাহমুদ বলেন, ‘দেশ যখন সংকটে পড়ে, জাতি তখন গভীর সংকটে নিমজ্জিত হয়। আবার আমাদের রাজনীতি সচেতন মানুষ যখন কোনো কারণে বিভ্রান্ত হয়, অথবা সরকারের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান যখন অনিয়মে নিমজ্জিত হয়, গণতন্ত্র প্রায় নির্বাসিত হয়।  তখন সব শেষ আস্থার জায়গা হয় গণমাধ্যম, সাংবাদিকতা এবং সংবাদপত্র। আপনারা জাতির কাছে নিশ্চই সর্বোচ্চ মর্যাদার আসনে সমুন্নত রয়েছেন।  আশা করি আপনার আরো এগিয়ে যাবেন।’

উদয় হাকিম বলেন, ‘আমাদের একটা উদ্দেশ্য ছিল সবকিছু আমরা ইতিবাচকভাবে দেখব। মিডিয়া শব্দটা মাথায় আসলে আমাদের মনে হয় ‘সামথিং নেগেটিভ’। পজেটিভ কিছুই নেই। কারো বিপক্ষে আমরা লিখি না। কেউই বলতে পারবে না আমরা কারো বিপক্ষে লিখেছি। আমাদের কাছে মনে হয়েছিল এই যে বাংলাদেশ, এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো। দিন দিন আমরা এ থেকে বেরিয়ে উন্নতি করেছি। এখন বাংলাদেশকে বলা হয় ইমার্জিং টাইগার।’

ফিরোজ আলম বলেন, ‘অনেকগুলো মেধাবী মুখ দেখছি। মেধাবী মুখগুলো যেন লেখায় উৎসাহিত হয়, সেজন্যই আজকের এই আয়োজন। একজন লেখকের কাছে বলার মাধ্যম হচ্ছে কলম। আর আধুনিক যুগে হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের মাধ্যমে যদি আপনারা এই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ না করেন, শুধু চাকরি করার জন্য লিখেন, তাহলে কিন্তু বিদ্যার বিতরণ হবে না। তাই চেষ্টা করবো চাকরির বাইরে কিছু লেখা যায় কিনা।’


ঢাকা/নূর/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়