ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জীবনের পথে

সবুজ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জীবনের পথে

এক কোটি বছর ধরে পথ চলছি,

হাজার বছরের পুরনো নীল বিষের পেয়ালায় রাখা-

সেই কাঁটায় ক্ষতবিক্ষত হয়েছে পা,

মরুর কাঠফাটা রোদে চামড়ায় পড়েছে কুচকুচে লাল আভা।

 

শত বছর ধরে জনশূন্য নগরে অতন্দ্র প্রহরীর ন্যায়-

দাঁড়িয়ে থাকা ভবনটি ধুলো জমতে জমতে যতটা না ধূসর হয়েছে,

তার চেয়ে বিবর্ণ হয়েছে পরনের জামাখানা।

 

চৈত্রের ভর দুপুরে তেপান্তরের শেষ মাথায়

ঐ বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা পাতাটি যেন আমারই মুখের প্রতিচ্ছবি

সেকেলে সদ্য বিধবা নারীর বসন্তের প্রতিটা মহাকাল মূহূর্ত যেমন সুবিশাল,

পথের প্রতিটা পদক্ষেপও যেন তাই,

দিগন্তে তাকালে আকাশে বজ্রাঘাত করে কে যেন বলে-

এ পথের শেষ নেই।

 

কিন্তু, মৃত্যুপথযাত্রী তরুণ যোদ্ধার শেষ নিঃশ্বাসে

বাচঁবার জন্য জমে থাকা তীব্র আকাঙ্ক্ষার বাতাস কানে লাগতেই

পথের শেষে থাকা সদ্য প্রস্ফুটিত চেরি ফুলের বাগানটি পদ্মজলে ভেসে ওঠে।

শান্ত-নিস্তদ্ধ ভোরে সবুজের সমারহে ঢাকা

সাজানো মন্দিরে বেজে ওঠে ঘণ্টা,

হৃদয়ে বেজে ওঠে গীত,

তাই ভাবছি আরও দুই কোটি বছর হাটবো জীবনের এই পথে!

কবি: শিক্ষার্থী, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।


এসইউবি/সবুজ খান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়