ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যবিপ্রবিতে ক্ষণগণনার ঘড়ি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যবিপ্রবিতে ক্ষণগণনার ঘড়ি

জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার ঘড়ি উদ্বোধন করা হয়েছে।

এ ছাড়াও যবিপ্রবি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচেরও আয়োজন করা হয়।

ক্ষণগণনার কর্মসূচি শুরু হয় বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে একটি র‌্যালির মাধ্যমে। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রশাসনিক ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এসে শেষ হয়।

এরপর জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও যবিপ্রবি-ইবির পতাকা উত্তোলন করা হয়। পরে শুরু হয় যবিপ্রবি ও ইবির মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়।

খেলা শেষে যবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদসহ অন্য অতিথিরা দুই দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন।


যবিপ্রবি/সজীবুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়