ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আকুমেন ফেলোশিপে নির্বাচিত নোবিপ্রবি শিক্ষক

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ১১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আকুমেন ফেলোশিপে নির্বাচিত নোবিপ্রবি শিক্ষক

সামাজিক পরিবর্তনে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মানজনক ‘আকুমেন ফেলোশিপ প্রোগ্রাম ২০২০’ এর জন্য নির্বাচিত হয়েছেন জিএম রকিবুল ইসলাম।

তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।

এছাড়াও রকিবুল ইসলাম বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে উন্নয়নের লক্ষ্যে নতুন নেতৃত্ব ও পরিচালক বিকাশের জন্য কাজ করছেন। ফলে, তিনি আকুমেন ফেলোশিপে নির্বাচিত হয়েছেন।

আকুমেন ফেলোশিপ প্রোগ্রামে মোট ২৩০ জন আবেদনকারীর মধ্য থেকে ৩ ধাপে মূল্যায়ন শেষে ২৩ জনকে নির্বাচিত করা হয়। তারা সাংস্কৃতিক, ভৌগলিক এবং আর্থসামাজিক ক্ষেত্রে কাজের মাধ্যমে সমাজের দারিদ্র্য ও অবিচার দূরীকরণের মাধ্যমে সামাজিক পরিবর্তনে কাজ করে যাচ্ছেন।

আকুমেন নামক অর্গানাইজেশন কর্তৃক বিশ্বব্যাপী পরিচালিত এই ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে যারা সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখে, তাদের সক্ষমতা বৃদ্ধি করা এবং সামাজিক সমস্যা সমাধানে শক্তিশালী করা।

 

নোবিপ্রবি/ফাহিম/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়