ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষার্থীদের পার্টটাইম কাজ দেবে পবিপ্রবি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ১২ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের পার্টটাইম কাজ দেবে পবিপ্রবি

রাস্তাঘাটসহ সর্বত্র চোখে পড়ে পার্টটাইম কাজের সুযোগের বিভিন্ন বিজ্ঞপ্তি। সেখানে সুযোগের চেয়ে বিভিন্ন ফাঁদই থাকে বেশি। তাই শিক্ষার্থীদের জন্য নিরাপদ পার্টটাইম কাজের সুযোগ তৈরি করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর হল প্রশাসন।

হলের ছাত্রদের হলের মধ্যেই অবসরে কাজ করে কিছু আয়ের সুযোগের পাশাপাশি দক্ষ উদ্যোক্তা করে গড়ে তোলার জন্য পার্টটাইম কাজের সুযোগ তৈরি করা হয়।

এ ব্যাপারে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল বলেন, ‘উন্নত বিশ্বে শিক্ষার্থীরা সাবলম্বী হতে বিভিন্ন পার্টটাইম জব করে থাকেন। সেদিক থেকে আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক পিছিয়ে। আমি চাই, আমার হলের শিক্ষার্থীরা সে সুযোগটা নিয়ে নিজেদের সাবলম্বী করে তুলবে। মুজিব বর্ষে শ্রমের মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের ছোট্ট এ প্রয়াস।’

হলের সহকারী প্রভোস্ট ও সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের ছাত্রদের মধ্যে অনেক প্রতিভা আছে। যেমন- আইটি, ডাটাবেজ তৈরিসহ বিভিন্ন টেকনিক্যাল জ্ঞান, যেগুলো করার জন্য আমাদের বাইরে থেকে মানুষ আনতে হয়। সেগুলো আমরা ন্যায্য মূল্য দিয়ে আমাদের ছাত্রদের দিয়ে করাবো। পড়াশুনার পাশাপাশি এগুলো তাদের আর্থিকভাবে সচ্ছল করবে। পাশাপাশি এইসব অভিজ্ঞতা তাদের ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।’

পার্টটাইম কাজের অসাধারণ এ সুযোগ হলের ছাত্ররা সাদরে গ্রহণ করেছেন।

হলের আবাসিক ছাত্র মো. ইমরান হোসেন বলেন, ‘মুজিব বর্ষে প্ল্যাস্টিক ও পলিব্যাগ মুক্ত হল ও পার্টটাইম কাজের সুযোগ সৃষ্টির জন্য বিসিএমজি হল প্রশাসনকে ধন্যবাদ। ভবিষ্যতে এধরনের আরো উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা আশা রাখি।’


পবিপ্রবি/আকিমুল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়