ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিশেষ সম্মাননা পেলেন শাহানুল

আহমেদ ফাহিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশেষ সম্মাননা পেলেন শাহানুল

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা সনদ পেলেন ড. এম শাহানুল ইসলাম।

তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী। ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তাকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়।

করোনাভাইরাস আক্রমণের জরুরি সময়কালীন তথ্য ও সংবাদ সরবরাহ করে বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনকে সচেতন করতে সক্রিয় ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়।

বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে তার ২১টি আর্টিকেল  ও তথ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে রয়েছে করোনা প্রাদুর্ভাবের বর্তমান অবস্থা, করণীয়, বিমানের টিকিট, ট্রানজিট ও এয়ারপোর্টের অবস্থা।

উল্লেখ্য, ড. এম শাহানুল  ইসলাম চীনের তিয়ানজিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমুদ্রবিজ্ঞানের উপর পিএইচডি সম্পন্ন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম সমুদ্র গবেষক, যিনি প্রথমবারের মতো  চীনের গবেষণা জাহাজে উঠার অনুমতি পেয়েছিলেন এবং প্রশান্ত মহাসাগরের উপর গবেষণা করেছেন।


নোবিপ্রবি/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়