ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিনামূল্যে স্যানিটাইজার দেবে কবি নজরুল কলেজ

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনামূল্যে স্যানিটাইজার দেবে কবি নজরুল কলেজ

করোনাভাইরাসের কারণে রাজধানীর দোকানগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় কবি নজরুল সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছে।

কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহমুদ ও প্রভাষক সেলিম আল মামুনের নেতৃত্বে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হয়। বিভাগের পরীক্ষাগারে নিজস্ব অর্থায়নে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। 

সোমবার (২৩ মার্চ) স্যানিটাইজার বোতলজাত করার পর কলেজের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার।

এসময় তিনি বলেন, ‘কাল মঙ্গলবার কলেজের সামনে সকাল ১১টায় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হবে। এছাড়াও বাহাদুর শাহ পার্ক এলাকার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে। এতে সাবানসহ হাত ধোয়ার সব সরঞ্জাম থাকবে। কলেজ মসজিদেও হাত ধোয়ার সাবান দেওয়া হবে।’


ঢাকা/চৈতি/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়