ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চরম চিত্ত

জয়া আচার্য‌্য || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৯, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চরম চিত্ত

অসম্ভব সুন্দর ছিলে হে পরশপাথর,

পাথরও নাকি হয় তোমার ছোঁয়ায় সোনা।

 

তোমারই ছোয়ায় কালভৈরব ও নাকি হয় প্রশান্ত

পাষাণ হয় দয়ালু, নিষ্ঠুরও হয় মায়াবী।

 

শুনেছি পরশপাথর মনুষ্যত্বে তোমার বসবাস

যেখান থেকে পাওয়া যায় সাড়া শত শত মহামানবের ডাক।

 

তবু দেখেছি বহুবৃদ্ধা পথে প্রান্তরে

অভাগী আর অনাহারী হয়ে ধুকে ধুকে মরতে।

দেখেছি বহু পথশিশু,

শুনেছি তাদের ক্ষুধার কান্না, বুঝেছি আকুলতা।

 

শীতের রাতে যখন হিমের বাহন এসে ঘুরে

বরফের চাদরে রাস্তায় থাকা মানুষগুলোই মরে।

 

ব্যস্ত মানুষ, ব্যস্ত চিত্ত, নিজ নিজ সুখে যে যার

কে হবে বলো মানবতার সঙ্গী, দুঃখীদের

অবতার, কে হবে ব্যাকুল,কে হবে প্রাণদংশনকারী

সে দিন গিয়াছে, আছে কথায় মহানভবতা কাজে হাড়ি, কে দিবে বল এতটুক সময়, ব্যস্ত যে যার

কেন ভুলিতেছ যদি এমন অবস্থা আসে তোমার

কে করবে তখন তোমার নিশ্চুপ যন্ত্রণাতে,

কে দিবে জল, কে দিবে মলম তোমার এ দারুণ ক্ষততে?

 

কেন মানব করছ বিভেদ সাম্প্রদায়িকতা দিয়ে

মানবের পাশে মানব দাঁড়ালে তবেই তো ধর্ম হবে

মানবের বিপদে মানবের সাহায্য অসহায়ত্ব লোপ করে,         এর থেকে বড় ধর্ম বাছা কোথা তুমি আর পাবে?

দেখেছ কি, বুঝেছ কি,

সেই অবহেলিত মানবের কথা

কখনও কি সখা জানতে চেয়েছ সখা তাদের ক্ষতের কথা

তবে এসো আজ  ঐক্যবদ্ধ হয়ে

সম্প্রসারিত হই মানবেরই কল্যাণে।

 

মানবকে ভালোবাসলেই সখা

ভালোবাসা হয় বিধাতাকে

বিধাতা যে চেয়ে আছেন

তোমারই সাহায্যের মনোভাবেরই বাঁকে

কোথায় মানব, কোথায় তোমার সেই মনুষ্যত্ব

যুগে যুগে যা ছিল তোমার বীরত্বের প্রতীক

আসল বীরত্ব যুদ্ধে নয়

মানবতাই যে তার প্রতীক।

কবি: ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ (বিবিএ প্রথম বর্ষ), ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

 

ইবি/মাহি   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়