ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এবার অ্যাশেজ জয়ে চোখ জো রুটের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১০, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার অ্যাশেজ জয়ে চোখ জো রুটের

ক্রীড়া ডেস্ক : পঞ্চম বারের মতো বিশ্বকাপ আয়োজনে অবশেষে শিরোপা ঘরে ধরে রাখতে পারল ইংল্যান্ড। নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জয়ের পর এবার ঘরের মাঠে অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে ইংলিশরা।  আগামী মাসে শুরু হওয়া মর্যাদার অ্যাশেজ জিতে ডাবল পূর্ণ করতে চান ইংলিশ তারকা জো রুট।

সুপার ওভারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। পরের মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করবেন জো রুট। গৌরবের অ্যাশেজ সিরিজ নিয়ে রুট বলেন, ‘দুই-তিন বছর আগে আমরা যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম, শুধু তার অর্ধেকটা পার করা গেছে। বিশ্বকাপটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা সামনের সিরিজটাও খেলতে চাই।’

বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আইসিসি’র নিয়ম ও আম্পায়ারদের ভুল নিয়ে প্রশ্ন থাকলেও ইংল্যান্ডের ফর্ম নিয়ে প্রশ্ন তুলতে চাইবে না অনেকেই। বিশ্বকাপের এ আগুণে ফর্ম অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজেও কাজে লাগাতে আত্মবিশ্বাসী রুট। বিশেষ করে এজবাস্টানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচের কথা উল্লেখ করেন রুট বলেন, ‘যেভাবে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিতে খেলেছিলাম আরও একবার সেভাবে খেলতে চাই। অ্যাশেজ সবসময়ই অন্যরকম। এ সিরিজের পরিবেশ, যেভাবে এটা এসেছে সেসব নিয়ে সবাই কমবেশি রোমাঞ্চিত। ক্রিকেটে অ্যাশেজের মতো আর কোনো টেস্ট সিরিজ নেই ।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়