ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দক্ষিণে সংঘর্ষ: কাউন্সিলর প্রার্থী হাসপাতালে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দক্ষিণে সংঘর্ষ: কাউন্সিলর প্রার্থী হাসপাতালে

রমনায় আওয়ামী লীগ কমিশনার পদপ্রার্থী আবুল বাসার এবং স্বতন্ত্র প্রার্থী মুন্সি কামরুজ্জামান সমর্থকদের মধ‌্যে সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার ভোট শেষ হওয়ার পর এ সংঘর্ষে আহত হয়ে স্বতন্ত্র প্রার্থী এখন হাসপাতালে।

জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড ভিকারুন্নেসা নুন স্কুল নির্বাচনী কেন্দ্রে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র কমিশনার পদপ্রার্থী মুন্সি কামরুজ্জামান কেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। এ সময় অপর প্রার্থীর আবুল বাসারের লোকজন হকিস্টিক, রড দিয়ে অতর্কিত হামলা করে। মুন্সীসহ অপর ২ জন মাথা, পিঠ, বুকে আঘাত পেলে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ পরিদর্শক ফাঁড়ি ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ‘কাউন্সিলর প্রার্থী মুন্সীকে হাসপাতালের ৯৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’

 

ঢাকা/মাকসুদ/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়