ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্বাচনের পোস্টার অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩০, ২ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনের পোস্টার অপসারণ শুরু

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন শেষ হয়েছে। এখন রাজধানীর প্রধান সড়ক ও অলিগলি থেকে পোস্টার অপসারণের কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় রোববার সকাল থেকে পোস্টার অপসারণ কাজ শুরু হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপানা কর্মকর্তা মো. জাহিদ হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘আজ থেকে আমাদের বর্জ্য অপসারণ কর্যক্রম শুরু হয়েছে। সব পোস্টার অপসারণে ৮ থেকে ১০ দিন সময় লাগবে।’

তিনি বলেন, ‘এবার অনেক বেশি পোস্টার লাগানো হয়েছে। এগুলো অপসারণে আমাদের বিশেষ কোনো টিম নেই। পরিচ্ছন্নকর্মীরা তাদের নিয়মিত কাজের পাশাপাশি পোস্টার অপসারণ করবেন। এ জন‌্য একটু সময় লাগবে। ’

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকেও জানানো হয়েছে, আজ সকাল থেকে পোস্টার অপসারণের কাজ শুরু হয়েছে।


ঢাকা/নূর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়