ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মার্সেল-ভোরের কাগজ বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৯ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মার্সেল-ভোরের কাগজ বিশ্বকাপ ক্রিকেট কুইজের ড্র

বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা। ক্রিকেট কিংবা ফুটবল- এ নিয়ে আমাদের দেশে সমর্থকদের আগ্রহের কমতি নেই। কোন দেশ শিরোপা জিতবে, সেরা খেলোয়াড় কে হবেন- এ নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। এবার ইংল্যান্ড-ওয়ালস বিশ্বকাপে সাকিব আল হাসান সেরা খেলোয়াড় হবেন- এমন ধারণা পোষণ করেছিলেন ৯০ শতাংশ সমর্থক। টাইগার সমর্থকদের হতাশ করে ক্রিকেট মোড়ল আইসিসি নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে তুলে দিয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার।

বৃহস্পতিবার দুপুরে ভোরের কাগজ পত্রিকা অফিসের কনফারেন্স রুমে মার্সেল-ভোরের কাগজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কুইজের প্রথম এবং দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠিত হয়। এ ড্রয়ের মধ্য দিয়ে ২৬ জন ভাগ্যবানকে খোঁজে বের করেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, মার্সেলের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. হুমায়ুন কবির, সিনিয়র অফিসার আরজু হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোরের কাগজের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও অর্থ ব্যবস্থাপক মো. আবদুল করিম (সোহাগ), বিজ্ঞাপন ব্যবস্থাপক এস এম এ রাজ্জাক, প্রশাসনিক ব্যবস্থাপক সুজন নন্দী মজুমদার, সার্কুলেশন ব্যবস্থাপক মো. তছলিম চৌধুরী, হেড অব স্পোর্টস শামসুজ্জামান শামস, বিজ্ঞাপন উপ-ব্যবস্থাপক ফেরদৌস আক্তার বীথি, সিনিয়র সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী, সিনিয়র বিজ্ঞাপন নির্বাহী গোবিন্দ নাহা, হিসাব নির্বাহী শামীম আহমেদ, আইটি ইনচার্জ মো. মেহেদী হাসান নিয়াজ ও প্রশাসনিক কর্মকর্তা আমবারিন খান।

ভোরের কাগজ-মার্সেল বিশ্বকাপ ক্রিকেট কুইজের প্রথম পর্বের ১ম পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর জিতেছেন ঢাকার মগবাজারের মামুন, পিতা-গোলাম হোসেন। ২য় পুরস্কার মার্সেল ৩২ ইঞ্চি এলইডি টিভি জিতেছেন ঢাকার বড়বাগ, মিরপুর-২ এর তনমনা বৈষ্ণব, পিতা-মঙ্গল চন্দ্র বৈষ্ণব। ৩য় পুরস্কার মার্সেল ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন বাড্ডার রায়হান ইসলাম, পিতা শফিকুল ইসলাম। ৪র্থ পুরস্কার মার্সেল ব্লেন্ডার ৫টি বিজয়ীরা হলেন-  দিলরুবা আক্তার, পিতা-দিদর হোসেন, ইবতিসাম আহমেদ, পিতা-ইকবাল আহমেদ, নিপা, পিতা-ইয়াকুব, ফাহিম হমান, পিতা-এ কে এম মুস্তাফিজুর রহমান ও অহনা, পিতা-এ কে এম মুস্তাফিজুর রহমান।

৫ম পুরস্কার ৫টি মার্সেল রাইস কুকার জিতেছেন যারা- মো. শুভ, পিতা-আলী হোসেন, সোমেন চৌধুরী, পিতা-সুকোমল চৌধুরী, আকলিমা আক্তার, পিতা-আনোয়ার, কল্যাণী, পিতা-রবীন্দ্র, মো. আহসান হাবীব, পিতা-মো. আবদুল হাই।

মার্সেল-ভোরের কাগজ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কুইজের দ্বিতীয় পর্বের প্রশ্ন ছিল বেশ কঠিন। ফাইনালের আগেই কে শিরোপা জিতবে, সেরা খেলোয়াড় কে হবে- এ প্রশ্ন কঠিন হলেও হাজার হাজার পাঠক সঠিক উত্তর দিয়েছেন। কয়েক হাজার সঠিক উত্তরদাতার মধ্যে থেকে লটারির মাধ্যমে ১৩ জনকে বেছে নেয়া হয়েছে। ঢাকার যাত্রাবাড়ীর রহিমা বেগম, পিতা-দাইমুদ্দীন ব্যাপারী, দ্বিতীয় পর্বে ১ম পুরস্কার মার্সেল ৪৩ ইঞ্চি এলইডি টিভি জিতে নিয়েছেন। আদাবরের তানজিম মাহমুদ, পিতা-নুরুল আক্তার ২য় পুরস্কার মার্সেল রেফ্রিজারেটর জিতেছেন। ৩য় পুরস্কার মার্সেল ২৪ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন যুবরাজ, পিতা-ইকবাল আহমেদ। চতুর্থ পুরস্কার মার্সেল রাইস কুকার ৫টি বিজয়ীরা হলেন- সাইফ খান, পিতা-মো. তারেক, সুফিয়া বেগম, পিতা-মো. আলী,  ফারজানা, পিতা-গোলাম হোসেন, মো. সাকিল, হুমায়ূন কবির।

৫ম পুরস্কার মার্সেল ব্লেন্ডার ৫টি বিজয়ীরা হলেন- সাব্বির মাহমুদ, পিতা-মো. আ. হামিদ, আনজান, পিতা-মিটু, মাসুদ, পিতা-গোলাম হোসেন, এমদাদুল, পিতা-রফিকুল, খায়রুন্নেছা, পিতা-মো. আ. খালেক।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়