ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পেঁয়াজ নিয়ে ভারতের প্রস্তাবে অবস্থা বুঝে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেঁয়াজ নিয়ে ভারতের প্রস্তাবে অবস্থা বুঝে সিদ্ধান্ত

ফাইল ফটো

ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে সে দেশের প্রস্তাব বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ‘আমরা এখনো অফিসিয়ালি কোনো প্রস্তাব পাইনি। প্রস্তাব পেলে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।’

ভারতের বিভিন্ন প্রদেশে চাহিদার ভিত্তিতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়ে সংকটে পড়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। এ অবস্থায় আমদানি করা পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির প্রস্তাবও দিয়েছে তারা।

বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

ভারত যে দামে পেঁয়াজ আমদানি করেছে, তার চেয়েও কম দামে বাংলাদেশকে দিতে যাচ্ছে। এমন খবর শোনা যাচ্ছে- এমন প্রশ্নে তিনি বলেন, ‘দাম কী হবে সেটা ম্যাটার নয়। আমরা অফিসিয়ালি এরকম কোনো প্রস্তাব পাইনি। তাছাড়া বিষয়টি আমাদের কন্সিডারেশনেও নেই। এ ধরনের প্রোপোজাল আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়েই আসবে।’

 

ঢাকা/হাসনাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়