ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রেপো সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ২৩ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রেপো সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেওয়া ধারের বিপরীতে সুদহার (রেপো সুদহার) কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৩ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি বিভাগের মহাব্যবস্থাপক জুলহাস উদ্দিন স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের রেপো সুদহার বার্ষিক শতকরা ৬ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে শতকরা ৫ দশমিক ৭৫ ভাগে পুনঃনির্ধারিত করা হলো।

এ নির্দেশনা আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ অর্থের প্রবাহ বাড়াতে রেপো সুদহার কমানো হয়।

 

ঢাকা/হাসান/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়