ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় বিশ্ব পুঁজিবাজারে ২৮-৩৪ শতাংশ দরপতন ঘটেছে : প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় বিশ্ব পুঁজিবাজারে ২৮-৩৪ শতাংশ দরপতন ঘটেছে : প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ায় বিশ্ব পুঁজিবাজারে বিগত কয়েক সপ্তাহে ২৮ থেকে ৩৪ শতাংশ দরপতন ঘটেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের দ্রুত বিস্তার ও স্বাস্থ্য পরিসরের ওপর বিপুল চাপ ও সংক্রামণ প্রতিরোধে নজিরবিহীন লকডাউন ও যোগাযোগ স্থবিরতা বিশ্ব অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে শিল্প উৎপাদন, রপ্তানি বাণিজ্য, সেবা খাত (পর্যটন, অ্যাভিয়েশন ও হসপিটালিটি), ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, কর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে ধস নেমেছে।’

শেখ হাসিনা বলেন, ‘শুধু সরবরাহের ক্ষেত্রে নয়, চাহিদার ক্ষেত্রে ভোগ ও বিনিয়োগ চাহিদা হ্রাস পেতে শুরু করেছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আইএমএফ বিশ্ব অর্থনতিতে মন্দা শুরু হয়েছে বলে ঘোষণা করেছে। অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) এর হিসাব মতে, মন্দা প্রলম্ভীত হলে- বিশ্ব প্রবৃদ্ধি ১.৫ শতাংশে নেমে আসবে। বিশ্বব্যাপী বিপুল জনগোষ্ঠী কর্মহীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মন্দা দীর্ঘস্থায়ী হলে- দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বিশ্বে এই প্রথম মহামন্দা (গ্রেট ডিপ্রেশন) পরিস্থিতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

 

ঢাকা/এনটি/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়