ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাবির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাবির ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

সোমবার বিকেল ৪টা থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে। চলবে আগামী ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপাচার্য বলেন, এবার ঢাবিতে আসন ৭ হাজার ১১৮টি। এর মধ্যে ক ইউনিটে ১ হাজার ৭৯৫টি, খ ইউনিটে ২ হাজার ৩৭৮টি, গ ইউনিটে ১ হাজার ২৫০টি, ঘ ইউনিটে ১ হাজার ৫৬০টি এবং চ ইউনিটে ১৩৫টি আসন রয়েছে।

ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর ২০১৯, খ ইউনিটের পরীক্ষা ২১ সেপ্টেম্বর, গ ইউনিটের পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, ঘ ইউনিটের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা ১৪ সেপ্টেম্বর এবং অংকন পরীক্ষা ২৮ সেপ্টেম্বর হবে।

সোনালী, অগ্রণী, জনতা এবং রূপালী ব্যাংকের মাধ্যমে ভর্তি পরীক্ষার ফি জমা দেয়া যাবে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।

ক, খ, ও ঘ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত। গ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ আগস্ট বিকেল ৩টা থেকে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত।


রাইজিংবিডি/ঢাকা/৫ আগস্ট ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়