ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠান ভবন খোলা রাখার নির্দেশ

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষাপ্রতিষ্ঠান ভবন খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু নিয়ন্ত্রণের অংশ হিসেবে ঈদ ও এর পরের দিন (১২ ও ১৩ আগস্ট) ছাড়া ছুটির বাকি দিনগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ভবন খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক পরিপত্রে এ নির্দেশ দিয়েছে।

শিক্ষার্থীদের জন্য এবার ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে ১২ দিন।

পরিপত্রে বলা হয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈদের ছুটির সময় খেলার মাঠ, ফুলের টব ইত্যাদিতে পানি জমে এডিস মশার প্রজনন হতে পারে। এজন্য ছুটির সময় একজন শিক্ষকের নেতৃত্বে কর্মচারী, স্কাউটস, বিএনসিসি ও শিক্ষার্থীদের সমন্বয়ে ৬ থেকে ১০ জনের দল গঠন করতে হবে। স্বচ্ছ পানি জমার সম্ভাবনা আছে এমন সব জায়গা চিহ্নিত করে এক দিন পর পর পরিষ্কার করবে এই দল। প্রয়োজনে লার্ভিসাইড স্প্রে করবে।

এছাড়া, রোস্টারের মাধ্যমে প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সিটি করপোরেশন বা পৌরসভার এ সংক্রান্ত টিমে নিয়োজিতদের কেউ ছুটিতে গেলে সেখানে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

 

রাইজিংবিডি/ঢাকা/৭ আগস্ট ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়