ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মসূচি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ২২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মসূচি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র-বিজ্ঞান বিভাগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) ড. শিরিন আখতার, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল  মানববন্ধন, ক্লাইমেট-ড্রামা, ক্লাইমেট ক্যারেক্টারস শো ও সচেতনতা মূলক আলোচনা সভা।

সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিন খন্দকার বলেন, বিশ্বের ১১৭টি  দেশের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা এই আন্দোলনে নেমেছি। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

সমুদ্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুসলেমউদ্দীন মুন্না রাইজিংবিডিকে বলেন, বিশ্বের পুঁজিবাদী রাষ্ট্রগুলো পরিবেশ নষ্ট করছে। আমাদের দেশগুলো ক্লাইমেট ধ্বংসের মধ্যে থাকলেও ক্ষতিগুলো আমাদের বেশি হচ্ছে। বিশ্ববাসীর টনক নড়াতেই আমাদের এই আন্দোলন।

ভিসি (ভারপ্রাপ্ত) ড. শিরিন আখতার রাইজিংবিডিকে বলেন, গ্রিটা থানবার্গের মতো স্কুলের মেয়ে যেই পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে আন্দোলনে নামতে পারে, সেখানে আমাদেরও এর গুরুত্ব বুঝে এগিয়ে আসতে হবে।


চবি/জারিফ খন্দকার/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়