ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৪, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বুয়েটে ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফিকুল ইসলাম।

একই সঙ্গে আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

বুধবার আবরার হত্যার প্রতিবাদে বুয়েট ক্যাম্পাসে এক মৌন মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ দাবি জানান তিনি।

বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।


ঢাকা/ইয়ামিন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়