ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে আসনপ্রতি লড়বে ৪৮

বশেমুরবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বশেমুরবিপ্রবিতে আসনপ্রতি লড়বে ৪৮

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ১ লক্ষ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এ বছর ৯টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগের ২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থী ভর্তি হবেন। এতে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আবদেনকারীদের মধ্যে, ‘এ’ ইউনিটে ২২ হাজার ৩৩১ জন, ‘বি’ ইউনিটে ১২ হাজার ৯৯৯ জন, ‘সি’ ইউনিটে ২১ হাজার ১১৫ জন, ‘ডি’ ইউনিটে ১৪ হাজার ৯৭৭ জন, ‘ই’ ইউনিটে ২৫ হাজার ৫৫৪ জন, ‘এফ’ ইউনিটে ১১ হাজার ৩৩২ জন, ‘জি’ ইউনিটে ১২হাজার ৬৪২ জন, ‘এইচ’ ইউনিটে ৯ হাজার ২৯৩ জন এবং ‘আই’ ইউনিটে ৮৬৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছেন।

আগামী ১ নভেম্বর ‘এফ’ এবং ‘জি’, ২ নভেম্বর ‘ডি’ এবং ‘ই’, ৮ নভেম্বর ‘সি’ এবং ‘এইচ’, ৯ নভেম্বর ‘এ’, ‘বি’ এবং ‘আই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে () পাওয়া যাবে।


বশেমুরবিপ্রবি, গোপালগঞ্জ/সৈকত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়