ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাইজিংবিডিতে প্রতিবেদনের পর তন্ময়ের দায়িত্ব নিল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাইজিংবিডিতে প্রতিবেদনের পর তন্ময়ের দায়িত্ব নিল ছাত্রলীগ

তন্ময় চৌধুরী (বামে), আল-নাহিয়ান খান এবং লেখক ভট্টাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গ ইউনিটে ২৫৮তম হবার অসামান্য কৃতিত্ব দেখিয়েছে মেধাবী শিক্ষার্থী তন্ময় চৌধুরী। কিন্তু টাকার অভাবে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে দরিদ্র ঘরে জন্ম নেওয়া তন্ময় চৌধুরীর। এ খবর রাইজিংবিডিতে প্রকাশের পর তন্ময়ের পড়ালেখার দায়িত্ব নিয়েছে ছাত্রলীগ।

বুধবার ‘অভাবের কাছে হার মেনেছে তন্ময়ের মেধা’- এ সংক্রান্ত একটি প্রতিবেদন  প্রকাশিত হলে ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আল-নাহিয়ান খান জয় রাইজিংবিডি অফিসে যোগাযোগ করেন। এ সময় তিনি তন্ময়ের বিষয়ে দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

আল-নাহিয়ান খান জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগের একজন প্রতিনিধি হিসেবে বা একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে বলুন না কেন, আমাদের এক নবীন শিক্ষার্থী তার আর্থিক সচ্ছলতা না থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না। এটা খুবই দুঃখজনক। তাই আমরা (আমি ও লেখক ভট্টাচার্যসহ) বেশ কয়েকজন মিলে টাকা উত্তোলন করে তার ভর্তি কার্যক্রম সম্পন্ন করব। তাকে হলে থাকার ব্যবস্থাসহ পরবর্তী যে আনুসাঙ্গিক বিষয়গুলো রয়েছে আমরা সবাই মিলে তা ব্যবস্থা করার চেষ্টা করব।



ঢাকা/নাসির/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়