ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বশেমুরবিপ্রবিতে সি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বশেমুরবিপ্রবিতে সি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শিক্ষার্থীদের (সি ও এইচ) ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ‘সি' (জীববিজ্ঞান) ইউনিট, বিকেল ৩টায় ‘এইচ' (কৃষি) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘সি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদে) ৩১০টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছে ২১১৪০টি। প্রতি আসনের জন্য লড়বে ৫৮ জন।

অন্যদিকে এইচ (কৃষি অনুষদে) ২১০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৯৩১০টি। প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৪ জন।

এবারের পরীক্ষায় অংশ নিতে সব ইউনিটে প্রায় ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। বিশ্ববিদ্যালয় ছাড়াও বাইরে মোট ১৪টি কেন্দ্রে একসাথে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন জেলা ও বিভাগীয় অ্যাসোসিয়েশন, বিভিন্ন ছাত্রসংগঠন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়তায় দিনভর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। 


বশেমুরবিপ্রবি/রাশিদুল ইসলাম/হাকিম মাহি 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়