ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেশনজট নিরসনে কুবির আন্দোলন স্থগিত

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেশনজট নিরসনে কুবির আন্দোলন স্থগিত

সেশনজট নিরসনসহ ৫ দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা সেশনজট বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় তারা ৫ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলো হলো-

১. সেশনজট নিরসনের লক্ষ্যে নির্দিষ্ট সময়ে ৯ম থেকে ১২তম ব্যাচের পরীক্ষা সম্পন্ন করা।

২. ব্যাচ ভিত্তিক শিফট করে ক্লাস রুটিন প্রণয়ন করা।

৩. নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা।

৪. ২৫ নভেম্বরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আর্টস অ্যান্ড হেরিটেজ সোসাইটির নির্বাচন সম্পন্ন করা।

৫. প্রতি জোড় সেমিস্টার পরীক্ষা পরবর্তী এক মাসের মধ্যে ফিল্ড ওয়ার্ক ও ভাইবা শেষ করা।

বিক্ষোভ চলাকালীন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ও অন্য শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেন।

এতে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সেশনজট কমানো এবং পরবর্তী সময়ে মিটিংয়ে বসে বিভিন্ন ব্যাচের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলে সিদ্ধান্ত নেন।

এ প্রেক্ষিতে দুপুরে অবস্থান কর্মসূচি তুলে নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

উল্লেখ্য, প্রত্নতত্ত্ব বিভাগের তিনটি ব্যাচে এক বছর থেকে একবছরের অধিক সেশনজট রয়েছে।


কুবি/দেলোয়ার হোসেন/হাকিম মাহি 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়