ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বহিরাগতদের হামলায় ৮ শিক্ষার্থী আহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বহিরাগতদের হামলায় ৮ শিক্ষার্থী আহত

গোপালগঞ্জে বহিরাগতদের হামলায় গোপালগঞ্জ মৎস ডিপ্লোমা ইনস্টিটিউটের ৮ শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের উপর এ হামলা হয়।

আহত শিক্ষার্থী মো. আশিকুর রহমান খান জানান, গত এক সপ্তাহ আগে সিনিয়র ও জুনিয়র বিষয় নিয়ে গোপালগঞ্জ মৎস ডিপ্লোমা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়।

এর জের ধরে কয়েকজন বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে মৎস ডিপ্লোমা ইনস্টিটিউটে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ সময় ৮ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে একজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার খবর অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ইনস্টিটিউটের সামনে ইট ও গাছ ফেলে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে আশ্বাস দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, অবরোধ তুলে নেয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

 

বাদল/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়