ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পিএসসিতে পপুলেশন সায়েন্সের বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পিএসসিতে পপুলেশন সায়েন্সের বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিষয়ের কোড অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

রোববার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে এসে মানবন্ধনে মিলিত হয়। এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মাস্টার্সের শিক্ষার্থী সোহাগের সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘গত ৪০তম বিসিএস পরীক্ষার সার্কুলারে আমাদের বিষয় কোড আসার কথা থাকলেও তা আসেনি। বিভিন্ন চাকরির ভাইভা বোর্ডে বিষয়ের নাম বললে তারা বুঝতে পারেন না, এটি বিজ্ঞান নাকি কলা অনুষদের বিষয়। কোড আসার ব্যাপারে শিক্ষকরা আমাদের আশ্বস্ত করলেও কোড আসেনি। তাই আমরা বাধ্য হয়ে আজ রাস্তায় দাঁড়িয়েছি। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধি। আর এই সমস্যা নিয়ে যে বিভাগ কাজ করে, তাদের পরিচয়ের জন্য কোনো কোড নেই। এটি অত্যন্ত কষ্টের ব্যাপার। তাই আমরা অতি দ্রুত এ সমস্যার সমাধান চাই।’


রাবি/সাইফুর/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়