ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘খেলাধুলা শরীর গঠন ও মেধা বিকাশে সহায়তা করে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ২৩ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খেলাধুলা শরীর গঠন ও মেধা বিকাশে সহায়তা করে’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, খেলাধুলা লেখাপড়ার অবিচ্ছেদ্য অংশ। খেলাধুলা শরীর গঠন ও মেধা বিকাশে সহায়তা করে।

বৃহস্পতিবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা সুস্থ দেহ, সুস্থ মন গড়ে তোলে। খেলাধুলা ছাড়া লেখাপড়া অসম্পূর্ণ থেকে যায়। আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচিতি ও সম্মান বাড়ানোর ক্ষেত্রে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য।

ভিকারুননিসা নূন স্কুল অ‌্যান্ড কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রেজওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হামীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


ঢাকা/আসাদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়