ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাঙলা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ২৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঙলা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি

সরকারি বাঙলা কলেজকে বাঙলা বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন শুরু করেছেন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার কলেজের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সমন্বয়ক মোহাম্মদ জাফর বলেন, দেশে অনেকগুলো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলা ভাষার জন্য কোনো বিশ্ববিদ্যালয় নেই। এ কারণে বাঙলা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা আন্দোলন শুরু করেছি।

ভাষার জন্য এ কলেজের অনেক অবদান রয়েছে। সে কারণে আমরা চাচ্ছি, বাঙলা কলেজকেই বাঙলা বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা হোক।

আলোচনার মাধ্যমে দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।

ফেসবুকে এ বিষয়ে এক ইভেন্টের বিবরণে আন্দোলনকারীরা লিখেছেন, প্রথমত বাঙালি হিসেবে, দ্বিতীয়ত বাঙলা কলেজের শিক্ষার্থী হিসেবে, তৃতীয়ত আমাদের যেহেতু রয়েছে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস। যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি নেই। সুতরাং আমাদের একটি মাত্র দাবি- বাংলাদেশে বাংলা ভাষার চর্চা, বাঙালি সংস্কৃতি নিয়ে গবেষণা ও আঞ্চলিক বাংলা ভাষা সংরক্ষণ এবং শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা ভাষা চর্চার লক্ষে ‘বাঙলা বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। ‘বাঙলা বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করতে হবে।



ঢাকা/ইয়ামিন/ইভা  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়