ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কেমন হবে গুচ্ছ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেমন হবে গুচ্ছ পরীক্ষা

বাংলাদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এখন গুচ্ছ পদ্ধতির পরীক্ষা হবে।

বুধবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ।

গুচ্ছ পরীক্ষা কেমন হবে:

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ জানান, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো একসাথে ভর্তি পরীক্ষা নেবে। কৃষি, সাধারণ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় তারাও এরকম আলাদা আলাদা নেবে।

এইভাবে চারটি গুচ্ছ পরীক্ষা হবে। এই চারটা ভাগের মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে বিজ্ঞান, বাণিজ্য ও সামাজিক বিজ্ঞানের জন্য তিনটি পরীক্ষা হবে। এবং এর জন্য চাইলে যে কেউ গ্রুপ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে।

 

ঢাকা/ইয়ামিন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়