ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মুজিববর্ষের আগেই জবি ছাত্রলীগের কমিটি: জয়

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুজিববর্ষের আগেই জবি ছাত্রলীগের কমিটি: জয়

সম্মেলনের সাত মাস পার হলেও নতুন নেতৃত্ব পায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। তবে আল নাহিয়ান খান জয় জানান, মুজিববর্ষের আগেই ঘোষণা আসছে।

সিনিয়র না জুনিয়র কারা আসবেন নেতৃত্বে এ নিয়ে আলোচনা থাকলেও সভাপতি-সাধারণ সম্পাদক পদে চারজন আছেন সবচেয়ে বেশি আলোচনায়।

এদিকে, শীর্ষপদে আসতে কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে শুরু করে নেতারা মধুর ক্যান্টিন, ডাকসু ভবন ও আওয়ামী লীগের দলীয় অফিসে ধরনা দিচ্ছেন। অনেকেই আবার সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন- ইব্রাহীম ফরাজী, নাহিদ পারভেজ, সৈয়দ শাকিল, আল আমিন শেখ, শেখ জামাল।

সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় আছেন- আশরাফুল ইসলাম টিটন, শেখ মেহেদী, আক্তার হোসেন, অঞ্জন চৌধুরী পিংকু, আসাদুজ্জামান আসাদ।

কমিটির বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, আমরা সব বিষয় পর্যবেক্ষণ করে মুজিববর্ষের আগেই জবি ছাত্রলীগের কমিটি দিয়ে দেব। যারা পরিশ্রমী ও বঙ্গবন্ধুর আদর্শকে মেনে চলে তারাই কমিটিতে প্রাধাণ্য পাবে এবং যোগ্য নেতৃত্বই আসবে এই কমিটিতে।


জবি/তমাল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়