ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সাত কলেজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ১৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাত কলেজের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের হল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

আগামীকাল শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর নেহাল আহমেদ এ তথ‌্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তিনি বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে কলেজ বন্ধের পর হল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের  জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।’

প্রসঙ্গত, করোনাভাইরাস মোকাবিলায় শিক্ষা মন্ত্রণালয় ১৮ মার্চ থেকে আগামী ৩১ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের হল বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


ঢাকা/রায়হান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়