ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নবাবগঞ্জ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চের বেতন মওকুফ

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৯, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নবাবগঞ্জ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চের বেতন মওকুফ

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে  শিক্ষার্থীদের থেকে মার্চ মাসের বেতন মওকুফ করে দেয়া হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় জেলা শহরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাসিনুর রহমান একথা নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক জানান, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই দরিদ্র পরিবারের সন্তান। করোনাভাইরাসের কারণে সেইসব দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ মার্চ মাসের বেতন না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই, এই বিদ্যালয়ের ৪০৬ শিক্ষার্থীর প্রায় ১৯ হাজার টাকা বেতন মওকুফ করা হয়েছে।

এদিকে, করোনা প্রতিরোধে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি গত মঙ্গলবার সন্ধ্যা থেকে জেলার সকল মার্কেট ও বিপণিবিতানগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। ওষুধ, কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। এতে শহরে মানুষের সমাগম প্রায় বন্ধ রয়েছে। শূন্য রয়েছে খেলার মাঠগুলো। চলাচল করছে না গণপরিবহণ।

 

মিমপা/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়