ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

এমপিও নীতিমালা সংশোধনী চূড়ান্ত করতে বসছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৮ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এমপিও নীতিমালা সংশোধনী চূড়ান্ত করতে বসছে মন্ত্রণালয়

‘এমপিও নীতিমালা-২০১৮’ পর্যালোচনা করে সংশোধনী চূড়ান্ত করতে আলোচনায় বসছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে।  সেখানে এটি চূড়ান্ত হবে বলে জানা গেছে।

এর আগে গত বছরের ১২ নভেম্বর এমপিও নীতিমালা ও জনবল কাঠামো সংশোধনে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, দীর্ঘ ৯ বছর পর ২০১৯ সালে দুই হাজার ৭৩০টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকার।  এমপিও পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বিএনপি, জামায়াত, রাজাকার ও যুদ্ধপরাধীদের নামের প্রতিষ্ঠান ছাড়াও অস্তিত্বহীন, সরকারি এবং এমপিও পাওয়া প্রতিষ্ঠান রয়েছে।

এসব বিবেচনায় নিয়ে ওই বছরের ১২ নভেম্বর কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়।   এরপর ৪ ডিসেম্বর কমিটির প্রথম সভা, ১২ ডিসেম্বর দ্বিতীয় সভা, ২২ ডিসেম্বর তৃতীয় সভা, চলতি বছরের ৭ জানুয়ারি চতুর্থ সভা এবং ১১ মার্চ পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। 

এসব সভার আলোচনা নিয়েই এমপিও নীতিমালা সংশোধনের লিখিত সুপারিশ তৈরি করা হয়েছে বলে জানা গেছে।

 

ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়