ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রাথমিকে বিষয়ভিত্তিক একাধিক প্রশিক্ষণে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ১৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রাথমিকে বিষয়ভিত্তিক একাধিক প্রশিক্ষণে কঠোর ব্যবস্থা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একই বিষয়ে একাধিকবার প্রশিক্ষণ নিতে পারবেন না।

তথ্য গোপন করে কেউ একাধিক বিষয়ের ওপর প্রশিক্ষণ নিলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি করেছে মাধ্যমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

সব জেলা শিক্ষা কর্মকর্তা এবং পিটিআইয়ের সুপারের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে সোমবার (১৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, তথ্য গোপন করে একই বিষয়ে কোনো শিক্ষক একাধিকবার প্রশিক্ষণ নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে অভিযুক্তদের কাছ থেকে প্রশিক্ষণের টাকা আদায় করা হবে বলেও জানানো হয়েছে।

অধিদপ্তরের প্রশাসন শাখার পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে কোনো শিক্ষককে একই বিষয়ে একাধিকবার প্রশিক্ষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা এবং পিটিআই সুপারদের।

 

ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়