ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চলচ্চিত্র নির্মাতা নাজমুল হুদা মিন্টু আর নেই

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চলচ্চিত্র নির্মাতা নাজমুল হুদা মিন্টু আর নেই

বিনোদন প্রতিবেদক: চলচ্চিত্র নির্মাতা নাজমুল হুদা মিন্টু আর নেই।

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে আজ রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানা এ তথ্য জানিয়েছেন।

অপূর্ব রানা বলেন, ‘মিন্টু ভাই তার স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। আর মিন্টু ভাইয়ের ছেলে-মেয়েরা লন্ডনে বসবাস করেন। তাই তার মরদেহ দেশে আনা হবে না। সেখানেই তার দাফন সম্পন্ন হবে।’ 

‘সূর্য ওঠার আগে’ শিরোনামের সিনেমার মাধ্যমে প্রথম সিনেমা নির্মাণ করেন। এরপর ‘চৌধুরী বাড়ী’, ‘ডাক পিয়ন’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘দিনের পর দিন’, ‘সংঘর্ষ’, ‘মধুমালতি’, ‘ঘরে বাইরে’সহ বেশ কিছু সিনেমা নির্মাণ করেন। এছাড়া ‘ভালোবাসার মানুষ’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছিলেন এই পরিচালক।

এছাড়া ১৯৮৯-৯০ সালে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন নাজমুল হুদা মিন্টু। পরবর্তীতে দীর্ঘ দিন কার্যকরী পরিষদের সদস্য হিসেবে ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৯/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়