ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিল্পকলায় ‘ও মন পাহিয়া’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিল্পকলায় ‘ও মন পাহিয়া’

গত বছরের ৪ ডিসেম্বরে মণিপুরি থিয়েটার মঞ্চে নিয়ে আসে ‘ও মন পাহিয়া’। নাটকটি নিয়ে একক নাট্যোৎসবেরও আয়োজন করেছিল দলটি। দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে এটি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে এ নাটক। রচনা ও নির্দেশনায় রয়েছেন শুভাশিস সিনহা।

এ নাটকের অন্যতম অভিনয়শিল্পী জ্যোতি সিনহা। এ অভিনেত্রী বলেন, ‘মণিপুরি ও বাংলা ভাষার সখ্যতায় নির্মিত হয়েছে এ নাটক। কিন্তু কাহিনি আফ্রিকান। মোজাম্বিক লেখক মিআ কৌতো গল্পটি তার ভাষায় লিখেন। সেই গল্প আবার অনূদিত হয়েছে ইংরেজি ভাষায়। ইংরেজি থেকে বাংলা, তারপর বাংলা গল্পকে নাট্যরূপ দিয়ে এ নাটক নির্মাণ করা হয়েছে।’

বিস্ময় প্রকাশ করে এ অভিনেত্রী বলেন, ‘আমার মাঝে মাঝে আশ্চর্য লাগে। কত ভাষার সঙ্গে আমাদের সখ্যতা গড়ে উঠল। একটি মানবিক কাহিনি কত পথ ঘুরে আমাদের ঠিকানায় এসে পৌঁছেছে। আজ যারা নাটকটি দেখবেন তারাও কিন্তু আরেক ভাষায় পড়বেন। সেটা হলো থিয়েটারের ভাষা। এ ভাষা সার্বজনীন, কোনো ব্যারিকেড নেই। আপনি ঠিকই বুঝে নেবেন, আমাদের পাঠ করবেন।’


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়