ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সচেতনতার কোনো বিকল্প নেই’

প্রকাশিত: ১৮:০৫, ২৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সচেতনতার কোনো বিকল্প নেই’

’৭০ ও ’৮০-এর দশকে পর্দা কাঁপানো নায়ক সোহেল রানা। তিনি একাধারে প্রযোজক, পরিচালক ও অভিনেতা। রাজনীতির মাঠেও ছাত্রজীবন থেকে সরব এই বর্ষীয়ান অভিনেতা। ছাত্রলীগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। সমাজ সেবায়ও তাকে দেখা যায়। করোনা মহামারিতে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

সম্প্রতি তিনি তার নিজ এলাকায় বিনামূল্যে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেছেন। তার বাবার মৃত্যুবার্ষিকীর দুদিন আগে তিনি বরিশালের বাবুগঞ্জ জামে মসজিদে সাবান, মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, হেক্সিসল বিতরণ করেন।

করোনা নিয়ে সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘আধুনিক বিশ্বে এক মর্মান্তিক উপসর্গের নাম এই করোনা ভাইরাস। প্রতিমূহুর্তে বাড়ছে মৃতের সংখ্যা তাই এর প্রতিরোধে কোনো রকমের অবহেলা করা যাবেনা। নিজ এবং দেশকে বাঁচাতে সতর্কতা আর সচেতনতার কোনো বিকল্প নেই।’

তিনি আরো বলেন, ‘সারাদেশে করোনার সংক্রমণ থেকে বাঁচতে নিজের উদ্যোগে সচেতনতা বৃদ্ধি করুন। নিজে বাঁচুন আপনার পরিবার সকল সদস্যদের নিরাপদ রাখুন। বিশেষ করে করোনা প্রতিরোধের এই যুদ্ধের সহায়তায় বিত্তশালীদের ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে। এছাড়া কেউ যাতে ইচ্ছাকৃতভাবে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ।’

 

ঢাকা/রাহাত সাইফুল/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়