ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মানুষের শরীরে জীবাণুনাশক স্প্রে: স্বস্তিকা-শুভশ্রীর নিন্দা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৭, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানুষের শরীরে জীবাণুনাশক স্প্রে: স্বস্তিকা-শুভশ্রীর নিন্দা

ফাঁকা রাস্তায় একত্রিত হয়ে বসে আছেন বিভিন্ন বয়েসি নারী-পুরুষ। সঙ্গে শিশুও রয়েছে। একজন পুলিশ অফিসার চিৎকার করে বলছেন—‘চোখ বন্ধ রাখুন, বাচ্চাদের চোখ বন্ধ করে দিন।’ এরপর তাদের শরীরে জীবাণুনাশক স্প্রে করা হয়। সাধারণত এই স্প্রে দিয়ে রাস্তা, বাস, ট্রেন ও হাসপাতাল জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়। কিন্তু সেই স্প্রে ছিটানো হচ্ছে মানুষের শরীরে। ভারতের বরেলি শহরে ঘটা এ ঘটনার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

এদিকে এই ভিডিওটি টুইটারে শেয়ার করে নিন্দা প্রকাশ করেছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ও শ্রভশ্রী গাঙ্গুলি। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বস্তিকা লিখেন, ‘দরিদ্র মানুষের সুরক্ষার জন্য সত্যিই কিচ্ছু নেই। আবার অনেককেই দেখছি উত্তরপ্রদেশের প্রশংসা করছে। তা সেটা কি এইজন্য?’

অন্যদিকে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও এ ঘটনার তীব্র নিন্দা করে ‘অমানবিক’ আখ্যা দিয়েছেন। টুইটে তিনি লিখেন, ‘মানুষের উপর কি এভাবে জীবাণুনাশক স্প্রে করা উচিত! করোনা সংক্রমণ আটকানোর এরকমও কোনো পন্থা হতে পারে? তাও আবার এরকম অমানবিকভাবে! এই কঠিন সময়ে মনুষ্যত্ব এবং সহানুভূতি পরস্পরের প্রতি বজায় রেখে চলা উচিত। কিন্তু সেটা কোথায় হচ্ছে?’

জানা যায়, যাদের উপর জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে তারা দিনমজুর। অন্য রাজ্য থেকে নিজ নিজ গ্রামে ফিরছেন। নিজেদের গ্রামে প্রবেশর আগে তাদের জীবাণু মুক্ত করার জন্য এভাবে স্প্রে করা হয়। এ প্রসঙ্গে বরেলির মেডিকেল অফিসার আশুতোষ পরাশরি ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘ওই শ্রমিকদের উপর হাইপোক্লোরাইট মিশ্রণ স্প্রে করা হয়েছে। এটা তেমন ক্ষতিকর নয়।’

তবে এমন ঘটনার নিন্দা করেছেন বরেলি জেলা প্রশাসক। ঘটনায় যুক্ত কর্মীদের শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

দেখুন:

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়